মণিরামপুরে আজমির বেকারিতে অভিযান লাখ টাকা জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মণিরামপুরের আজমির বেকারি ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠান ১ লাখ টাকা জরিমানা দিয়ে তা আদায় করেছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, ঢাকার একটি নামকরা প্রতিষ্ঠানের মোড়ক নকল করা এবং মোড়কের গায়ে অস্পষ্টভাবে খুচরা মূল্য লেখার অপরাধে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার পরিচালত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
বৃহস্পতিবার সকালে ভোক্তার অধিকারের অভিযানিক দল মনিরামপুর বাজারে অভিযান চালায়। এ সময় অভিযানিক দল আজমির বেকারিতে যেয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, ঢাকার একটি নামকরা প্রতিষ্ঠানের মোড়ক নকল করা, এবং মোড়কের গায়ে অস্পষ্টভাবে খুচরা মূল্য লেখা আছে দেখতে পায়। এ অপরাধে মামলা দিয়ে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানিক দল বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে চালিয়ে দইয়ের ওজনে কম দেয়ার অপরাধে মামলা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর, ক্যাপ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :