• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের পাশের একটি পুকুর থেকে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকাণ্ড হিসেবে মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকাল ৫টার দিকে শিক্ষার্থীরা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইবি থানা পুলিশ। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।

নিহত শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ, তিনি আল-কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, “মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্তে পুলিশকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।