• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728



কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে যশোরের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি নির্মূলে সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধার প্রশাসনিক সংস্কারের চাইতেও গুরুত্বপূর্ণ’। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতাটি হয়ে ওঠে প্রাণবন্ত।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন, যশোরের দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক কৃষ্ণপদ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ ও অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন। বিচারক ছিলেন, কবি ও শিক্ষাবিদ মুহম্মদ শফি, সহকারী অধ্যাপক অসীম কুমার ভট্টাচার্য্য এবং সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলী। বিতর্ক শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে এবং বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।