
মামলার এজাহার অনুযায়ী, গত ২১ জুলাই দুপুরে বাগআঁচড়া বাজারগামী পথের কলেজ রোড এলাকায় ব্যবসায়ী রুহুল আমিনের ছেলে মাসুদ পারভেজ রিজভী (২১) হামলার শিকার হন। এ সময় আব্দুর রহমানসহ ৮–১০ জন যুবক তার গতিরোধ করে বলেন, “তোর বাবা বাজারের বড় ব্যবসায়ী, আমাদের তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। না দিলে যেখানে পাবো, সেখানেই তোদের পেটাবো।” এরপর তারা রিজভীকে মারধরও করে।
পরদিন ভুক্তভোগীর বাবা শার্শা থানায় প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন :