• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় ব্যবসায়ীর ছেলেকে মারধর ও চাঁদা দাবির ঘটনায় যুবক গ্রেপ্তার


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় চাঁদা দাবি ও মারধরের অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে নিজ এলাকা বাগআঁচড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা টুটুল ড্রাইভারের ছেলে।


মামলার এজাহার অনুযায়ী, গত ২১ জুলাই দুপুরে বাগআঁচড়া বাজারগামী পথের কলেজ রোড এলাকায় ব্যবসায়ী রুহুল আমিনের ছেলে মাসুদ পারভেজ রিজভী (২১) হামলার শিকার হন। এ সময় আব্দুর রহমানসহ ৮–১০ জন যুবক তার গতিরোধ করে বলেন, “তোর বাবা বাজারের বড় ব্যবসায়ী, আমাদের তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। না দিলে যেখানে পাবো, সেখানেই তোদের পেটাবো।” এরপর তারা রিজভীকে মারধরও করে।

পরদিন ভুক্তভোগীর বাবা শার্শা থানায় প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”