
চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা থানার ফুলসাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এক যুবককে চোখ-মুখ বেঁধে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম মেকাইল (২৭), তিনি ওই গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
আহত মেকাইলের পরিবার অভিযোগ করেছে, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের বিপুল, রবিউল, মিজার ও রানা তাকে এ হামলা চালিয়েছে। তারা মেকাইলের গেঞ্জি দিয়ে চোখ-মুখ বেঁধে মাথা, পিঠ ও হাতে জিআই পাইপ দিয়ে আঘাত করেছে। রক্তাক্ত অবস্থায় মেকাইলকে তার স্বজনরা যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেছেন। পরিবারের দাবি, তার অবস্থা আশঙ্কাজনক।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের সঙ্গে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।।
আপনার মতামত লিখুন :