• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মিন্টু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728



স্টাফ রিপোর্টার যশোর: যশোরের মনিরামপুরের মিন্টু হোসেন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আজ বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের ছবি সম্বলিত প্লেকার্ড, ব্যানার নিয়ে নানা স্লোগান দেন। 

এসময় নিহতের স্বজন ও এলাকাবাসীরা বলেন, মাত্র ৫ হাজার টাকা চাঁদা না দেওয়ায় পৌর বিএনপির বহিস্কৃত শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনের নেতৃত্বে ২৮ আগস্ট সন্ধ্যায় মিন্টুকে হত্যা করা হয়। ওই ঘটধায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মিন্টুর অপর দুই ভাই সেন্টু ও পিকুল। এই ঘটনায় মামলা করা হলেও অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে স্থানীয় বিএনপি ও পুলিশ। এ অবস্থায় দ্রুত জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।