• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সোনালি আঁশেয় সাজানো হয়েছে প্রতিমা, এলাকায় জমেছে উৎসবের আমেজ


FavIcon
বুলবুল হোসেন
নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : শারদীয় দুর্গোৎসব ঘিরে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দেখা দিয়েছে উৎসবের আমেজ। তবে এবার কলারোয়ার উত্তর মুরারীকাটি পালপাড়ার মণ্ডপ নিয়ে দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। কারণ এবার সেখানে দেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ পাট ব্যবহার করে তৈরি হয়েছে অভিনব দুর্গা প্রতিমা।
মণ্ডপে গিয়ে দেখা যায়, দেবী দুর্গাসহ মোট ১২টি প্রতিমা সারিবদ্ধভাবে রাখা। প্রতিমার গায়ে পাটের প্রাকৃতিক সোনালি আভা চিকচিক করছে, যা রঙের সীমিত ব্যবহার সত্ত্বেও এক বিশেষ মাত্রা যোগ করেছে।

প্রতিমা তৈরির মূল কারিগর প্রহ্লাদ বিশ্বাস জানান, দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে প্রতিমা তৈরির কাজ করেছেন তারা। কাঠ, বাঁশ আর মাটির কাজ শেষ হওয়ার পর প্রতিটি অংশে ধৈর্যের সঙ্গে বসানো হয়েছে আঁশের ছোট ছোট টুকরা। কেবল আঁশ বসাতেই লেগেছে টানা পাঁচ দিন। তার দাবি, দেশে এর আগে কখনো পাট দিয়ে প্রতিমা তৈরি হয়নি।
পালপাড়া পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল বলেন, “১৯৮৩ সাল থেকে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই প্রতি বছর ভিন্ন আঙ্গিকে প্রতিমা সাজাতে, যাতে মানুষ নতুন কিছু দেখতে পায়।”

তিনি জানান, এবার প্রতিমায় প্রায় ৫০ কেজি আঁশ ব্যবহার হয়েছে। খরচ পড়েছে প্রায় এক লাখ ২০ হাজার টাকা। পূজার পাঁচ দিনে খরচ হবে আরও দেড় থেকে দুই লাখ টাকা, যা বহন করছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা।
প্রতিমা দেখতে আসা দর্শনার্থী শম্ভু পাল বলেন, পাট দিয়ে প্রতিমা এতটা দৃষ্টিনন্দন হবে, না দেখলে বিশ্বাসই করা যেত না। পুরো মণ্ডপটা সোনালি ঝলকে আলোকিত।

স্থানীয়রা জানান, এ প্রতিমাকে ঘিরে কয়েক দিন ধরেই এলাকায় জমেছে উৎসবের আবহ। মন্দির চত্বর সাজানো হচ্ছে নতুন করে। চলছে পূজা-অর্চনা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। তবে তার আগেই প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন পালপাড়ার এই অভিনব মণ্ডপে। অনেকেরই প্রত্যাশা, এ বছরের দুর্গাপূজা কলারোয়ার ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।