• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে অবৈধভাবে সিলিন্ডার রিফিল: করিম পেট্রোলিয়ামকে ২ লাখ টাকা জরিমানা


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার: যশোর শহরের কারবালা রোড এলাকায় অবৈধভাবে গৃহস্থালির সিলিন্ডারে যানবাহনের এলপিজি রিফিল ও নকল লোগো ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে করিম পেট্রোলিয়ামকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে করিম পেট্রোলিয়ামের মালিকানাধীন একটি বাড়ির সংলগ্ন গোডাউনে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, করিম গ্রুপের পরিচালক এরশাদুল করিমের ছেলে ইসরাক করিম তার নিজ বাড়ির ভেতরে অবৈধভাবে সিলিন্ডার রিফিল করে আসছিলেন। যানবাহনে ব্যবহৃত উচ্চদাহ্য ও অতিতরল এলপিজি তিনি বাসাবাড়ির ব্যবহারের জন্য নির্ধারিত সিলিন্ডারে ভরতেন এবং নাভানা, বসুন্ধরা, বেঙ্গল-দুবাইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নকল লোগো লাগিয়ে বাজারজাত করতেন।

অভিযানকালে নাভানা এলপিজির স্থানীয় পরিবেশক আরমান আলী টুটুল উপস্থিত ছিলেন। তিনি জানান, গ্যাসের গঠনগত পার্থক্য সম্পর্কে সাধারণ গ্রাহকদের অজ্ঞতা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। বাজারে নাভানার ৩৩ কেজির সিলিন্ডার সরবরাহ না থাকলেও তা ভোক্তাদের কাছে পাওয়া যাচ্ছিল, যা সন্দেহের জন্ম দেয়। পরে তদন্তে করিম পেট্রোলিয়ামের সংশ্লিষ্টতা উঠে আসে।

অভিযান শেষে ১৮টি অবৈধভাবে রিফিল করা সিলিন্ডার জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী ইসরাক করিমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সেলিমুজ্জামান।