চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা মামলা: বহিষ্কৃত যুবদল নেতা জনির রিমান্ড নামঞ্জুর
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজি
ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় যশোরের বহিষ্কৃত যুবদল নেতা এস্কেন্দার
আলী জনির রিমান্ড নামঞ্জুর করেছে আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানি
শেষে অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা এ আদেশ
দিয়েছেন। জনি যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের
ছেলে।
আসামির আইনজীবী রুহিন বালুজ জানিয়েছেন, মামলার আইনগত ভিত্তি না থাকায় বিচারক শুনানি শেষে রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।
মামলার
অভিযোগে জানা গেছে, এস্কেন্দার আলী জনি যশোর যুবদলের প্রচার সম্পাদক
ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০২৪
সালের ১৮ ডিসেম্বর বিকেলে জনি যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের
হোয়াটসঅ্যাপে ফোন করে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না
দেয়ায় জনি সোশ্যাল মিডিয়ায় কামরুল ও যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ
বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালায়। যাতে নেতৃবৃন্দের
রাজনৈতিক ও সামাজিক মানহানি ঘটে। এ ঘটনায় যশোর যুবদলের দপ্তর সম্পাদক ও
শহরতলির কিসমত নওয়াপাড়ার কামরুল ইসলাম বাদী হয়ে চাঁদাবাজি ও সাইবার
নিরাপত্তা আইনে গত ১২ই জানুয়ারি জনিকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা
করেন। গত ২৫ জুলাই যশোরের ডিবি পুলিশ জনিতে ঢাকা থেকে আটক ও আদালতে সাপোর্ট
করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার
এস আই মমিনুল হক আটক জনির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল
রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :