• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলা মহিলা দলের উদ্যোগে,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে জুলাই সোমবার বিকাল সাড়ে ৪ টায় সময় অডিটোরিয়ামে যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশেদা রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, যুগ্ম সম্পাদক রাফাত আরা জলি, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন (আমু) দপ্তর সম্পাদক এডভোকেট মৌলুদা পারভীন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ খাইরুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন,সহ-সভাপতি আব্দুল মজিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন।

এই কর্মী সমাবেশে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামকে বেগবান করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।