ব্যাটে-বলে দাপট: আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের!
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
স্টাফ রিপোর্টার :
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজে কাঙ্ক্ষিত কর্তৃত্ব দেখিয়ে অবশেষে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে কঠিন পরীক্ষা পেরোতে হয়েছিল লিটন দাসের নেতৃত্বাধীন দলকে। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশ ব্যাটে-বলে দাপট দেখিয়ে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।
মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিং করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশদের ইনিংস এক বল বাকি থাকতেই মাত্র ১১৭ রানে গুটিয়ে দেয় টাইগাররা। জবাবে, ওপেনার তানজিদ তামিমের দুর্দান্ত ফিফটিতে বাংলাদেশ ১৩.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ম্যাচের মতো এদিনও আইরিশরা ভালো শুরু করেছিল, ৪ ওভারে ৩৮ রান তুলে তারা প্রথম উইকেট হারায়। কিন্তু এরপরই টাইগার বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ১০ ওভার শেষে সফরকারীদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬৬ রান।
বাংলাদেশ দলের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি একাদশে ফিরে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২১ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট। তার সাথে যোগ দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যিনি ৩ ওভার বল করে মাত্র ১১ রান খরচায় নেন ৩ উইকেট। পেসার শরিফুল ইসলামও ৩ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী ও সাইফউদ্দিন একটি করে উইকেট নিয়ে আইরিশদের ইনিংস গুটিয়ে দিতে সাহায্য করেন। আইরিশ অধিনায়ক পল স্টার্লিং দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন।
জবাবে ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি ৪ ওভারে ৩৮ রানের সূচনা দেয়। সাইফ হাসান ১৪ বলে ১৯ রান (২ চার, ১ ছয়) করে আউট হলেও, অন্য প্রান্তে ছিলেন তানজিদ তামিম। লিটন দাস দ্রুত ৭ রান করে ফিরলেও, তৃতীয় উইকেটে তানজিদ জুটি বাঁধেন পারভেজ হোসেন ইমনের সঙ্গে।
এই জুটিই ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেয়। ওপেনার তানজিদ তামিম ৩৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। তাকে যোগ্য সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন, যিনি ২৬ বলে ৩টি ছক্কা ও ১টি চারের সাহায্যে হার না মানা ৩৩ রান করে মাঠ ছাড়েন।
অধিনায়ক লিটন দাস এই সিরিজ জয়ে সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছেন, বিশ্বকাপের আগে এমন জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।
আপনার মতামত লিখুন :