• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে যুবকের আত্মহত্যা


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অনলাইন জুয়ার আসক্তিতে হতাশ হয়ে হৃদয় দেব (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন বলে পরিবার দাবি করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে চুড়ামনকাটি বাজারের একটি ফার্মেসিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হৃদয় দেব দৌলতদিহি গ্রামের ইজিবাইকচালক বাসুদেবের ছেলে। তিনি স্থানীয় ইসমাইল হোসেনের ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো হৃদয় সকালে নাস্তা করে দোকান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, হৃদয় নিজ কর্মস্থলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

দোকানের মালিক ইসমাইল হোসেন বলেন, “সকালে হৃদয় প্রতিদিনের মতো দোকান খোলার কথা ছিল। আমি বেলা ১১টা ২০ মিনিটে এসে দেখি দোকানের শাটার বন্ধ। শাটার তুলে উঁকি দিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়েছে।”

হৃদয়ের বাবা বাসুদেব বলেন, “ছেলে সম্প্রতি অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে। আমরা মনে করছি, জুয়ায় হেরে মানসিক চাপে সে এমন সিদ্ধান্ত নিয়েছে। আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আমাদের জানা নেই।”

খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ ঘটনাস্থলে যান। তিনি জানান, “ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা ইতোমধ্যে মরদেহ নামিয়ে ফেলেছেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”