• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চুয়াডাঙ্গার আলোকদিয়ায় জমিজমা বিরোধে বাবা–ছেলের নৃশংস হত্যা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে আলোকদিয়া-ভালাইরপুর চুলকানিপাড়ায় তুফানের চাতালের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই পরিবারের তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মিরাজ (১৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার চাচাতো ভাই রাজুর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে রাজু ও তার মামাতো ভাই বাবু ধারালো অস্ত্র নিয়ে তৈয়ব আলী ও মিরাজের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। ঘটনাস্থলেই মিরাজ মারা যান। গুরুতর আহত বাবাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করে থানায় নিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক খালেদুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের দুই সদস্যকে একসঙ্গে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নিহতদের স্বজনরা। পুরো আলোকদিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে, যা পুরো গ্রামকে স্তম্ভিত করেছে।