• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু, ফিরছেন ফিলিস্তিনিরা


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার থেকে ইসরায়েল-গাজা সীমান্তের 'ইয়েলো লাইন' ক্রসিং দিয়ে সেনাদের ফিরিয়ে আনা হচ্ছে।

শনিবার পর্যন্ত গাজার মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির শেজাইয়া, আল তুফাহ এবং জেইতুন এলাকা এবং খান ইউনিসের পূর্বাংশ ও দক্ষিণাংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে গাজার অন্যান্য এলাকা থেকেও সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে।

ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরুর পর নিজেদের বাসভূমিতে ফিরতে শুরু করেছেন গাজার ফিলিস্তিনিরা। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক লাখ ফিলিস্তিনি অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন।

উত্তর গাজায় প্রত্যাবর্তন: দক্ষিণ গাজার অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়ে হাজার হাজার ফিলিস্তিনি পায়ে হেঁটে উত্তর গাজায় ফিরেছেন। এই পথে যানবাহনের স্বল্পতা এবং জ্বালানি সংকট তীব্র।

মধ্য ও পূর্ব গাজায় ফেরা: দক্ষিণ গাজার যেসব বাসিন্দা গাজা সিটি এবং পূর্ব গাজায় আশ্রয় নিয়েছিলেন, তারাও ফিরছেন। বাড়ি ফেরার জন্য তারা সমুদ্রের তীরবর্তী আল রশিদ স্ট্রিট এবং সালাহ আল দীন রোড ব্যবহার করছেন।

ইসরায়েলি বাহিনীর গত দুই বছরের অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাকি ১০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত। এর মধ্যে একটি বড় অংশই সাধারণ মানুষের ঘরবাড়ি।

যারা জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন, তাদের অধিকাংশের বাড়িঘর এখন ধ্বংসস্তূপ। ইতোমধ্যে যারা ফিরেছেন, তারা তাঁবু খাটিয়ে বসবাস করছেন। গাজার সরকারি মিডিয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উপত্যকার ফিলিস্তিনিদের খাদ্য, স্বাস্থ্য ও মানবিক সহায়তা দিতে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য ৫ হাজার মিশন শুরু করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সম্মতি জানানোর পর ১০ অক্টোবর শুক্রবার গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর ইসরায়েলের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ও প্রাণঘাতী হামলা। এর জবাবে পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই অভিযানে এ পর্যন্ত গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন।