কেশবপুরে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬
কেশবপুর প্রতিনিধি:
যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময়কালে গাজী মো. শহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আন্দোলনে ছাত্রদের ভূমিকার সুফল এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আগামীতে বাংলাদেশে ইসলামী জোট সরকার গঠন করতে পারলে সাংবাদিকরা নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। চাঁদাবাজ, খুনি, ধর্ষক ও মিথ্যাচারীদের কঠোরভাবে দমন করা হবে।মতবিনিময়কালে তিনি আরও বলেন, ইসলামী জোট সরকারে গেলে কেশবপুরের জলাবদ্ধতা, স্বাস্থ্যখাত, শিক্ষার গুনগতমান ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ভ‚মিকা রাখবে। এ সময় তিনি সকলকে ন্যায়ের প্রতি অবিচল থাকার আহবান জানান।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান, পৌর শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ডাক্তার আব্দুল লতিফ, হাতপাখার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুরাদ খান প্রমুখ।মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী মো. শহিদুল ইসলাম বলেন, ইসলামী জোট যাকে মনোনীত করবেন তিনি সে দলের প্রতীকেই ভোট করবেন। জোটের অন্যরা ওই প্রতীকের পক্ষেই কাজ করবেন বলে জানান।
আপনার মতামত লিখুন :