• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮ পিচ স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

 জেলা প্রতিনিধি যশোর : যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ৮ টি স্বর্ণরবারসহ ২ স্বর্ণ পাচারকারীকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামী হলেন,যশোরের শার্শাথানার ধান্যখোলা ঘিবা গ্রামের ইসমাইলের ছেলে আবু সাঈদ (২৭) শাহাজান আলীর ছেলে মহিনুর (৩১) উভয় থানা-শার্শা, জেলা-যশোর।

মঙ্গলবার ( ১৫ জুলাই)  সকালে বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ড এর রাস্তার উপর হতে ২ জন আসামীসহ প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ৮ টি স্বর্ণের বার, ৩টি মোবাইল এবং ১টি পাওয়ার ব্যাংক আটক করে।


আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল।


আটককৃত স্বর্ণের মূল্য ১,৪১,৮৩,৩৪০/-(এক কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার তিনশত চল্লিশ) টাকা, ৩টি মোবাইল এবং ১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ৩৩,৫০০/-(তেত্রিশ হাজার পাঁচশত) টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,৪২,১৬,৮৪০/-(এক কোটি বিয়াল্লিশ লক্ষ ষোল হাজার আটশত চল্লিশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বলে জানান বিজিবি কর্মকর্তা