• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728



বাঘারপাড়া প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে যশোরের বাঘারপাড়ায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন।
ইসলামী ছাত্র আন্দোলন খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মুহাম্মাদ আলিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, একই সংগঠনের যশোর জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন। 

ইসলামী ছাত্র আন্দোলন খাজুরা সাংগঠনিক শাখার আয়োজনে উপজেলার খাজুরা বাজার পশুহাট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন দুপুরের পর থেকে বন্দবিলা, জহুরপুর, রায়পুর ও সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন থেকে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।

ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান সামাউলের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন, ইসলামী আন্দোলন খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হাদিউজ্জামান, শ্রমিক আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন বলেন,'জনগণের অধিকার রক্ষায় রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন সময়ের অপরিহার্য দাবি। তরুণ প্রজন্মের প্রতিটি ভোট যেন মূল্যায়িত হয় এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ হয় সেজন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে'।

সমাবেশ শেষে কলরব, আবাবিল শিল্পগোষ্ঠি ও সাহলান শিল্পগোষ্ঠিসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব।