কেশবপুরে কন্যা শিশু দিবস উদযাপন
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলী রানী দাস, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুল²না শ্যামা বিশ্বাস। আলোচনার পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনার মতামত লিখুন :