• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

২৮ বছর পর গ্রেপ্তার নব্বইয়ের কুখ্যাত সন্ত্রাসী বদু


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : নব্বই দশকের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী ও তৎকালীন যশোর সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি বাবলু হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোসলেম উদ্দিন ওরফে বদুকে অবশেষে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন বদু ওই গ্রামের রজব আলী গাজীর ছেলে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অলক কুমার জানান, ১৯৯৬ সালে যশোর সিটি কলেজ ছাত্রদল নেতা বাবলু হত্যাকাণ্ডের পর থেকে বদু দীর্ঘ ২৮ বছর পলাতক ছিলেন। এই সময়ের মধ্যে তিনি ভারত ও মালয়েশিয়ায় আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, বাবলু হত্যা মামলায় বদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডের সাজা পরোয়ানাও জারি রয়েছে।

বদুকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।