
চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
সম্মেলনে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রটারী মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা শামছুর রহমান, শ্রমিক নেতা তুহিনুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক গোলাম রসুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব জামায়াত কর্মিদের। তিনি জামায়াতের রুকনদেরকে আগামী নির্বাচনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রস্তুতি নিতে বলেন। তিনি আরো বলেন আবার কোন ফ্যাসিস্ট সরকার যেন জাতির ঘাড়ে চেপে বসতে না পারে সে জন্য জামায়াত নেতা কর্মিদের ভুমিকা রাখতে হবে ।
আপনার মতামত লিখুন :