
স্টাফ রিপোর্টার : যশোরের ইউনিক হাসপাতালে জেনারেটরের তারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত তৎপরতার কারণে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
হাসপাতালের মালিক আজমল হোসেন জানান, বিদ্যুৎ চলে যাওয়ার পর প্যাথলজি ব্লাড কালেকশন বিভাগের উপরের তিন তলায় আগুন লাগে। যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ বলেন, “জেনারেটরের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভবন নিরাপত্তা আইন মানার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু অবহেলা রয়েছে।”
ফায়ার সার্ভিসের দ্রুত ব্যবস্থা এবং তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আপনার মতামত লিখুন :