• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

'হাদিকে গুলি দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা': তীব্র ক্ষোভ তারেক রহমানের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : 
 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনাকে 'শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়— এটি দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা' বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতায় তিনি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ওসমান হাদিকে গুলি করার ঘটনার নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা যে হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপির এক প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গণতন্ত্রের পক্ষের সব মানুষের এ ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো উচিত।"

দেশের বর্তমান সংকটকালীন পরিস্থিতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, "দেশ একটা সংকটের মধ্যদিয়ে যাচ্ছে, এক বছর ধরে দেখছি, একটি দল প্রকাশ্যে হুমকি দিচ্ছে— দেশে নির্বাচন হতে দেওয়া হবে না।"

তিনি আরও অভিযোগ করেন, "একটি দল, একটি গোষ্ঠী দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টে উঠেপড়ে লেগেছে। দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করছে। হাদিকে গুলি করার ঘটনা তারই প্রমাণ বহন করে।"

তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী, ফ্যাসিবাদবিরোধী এবং দেশের অস্তিত্ব ও স্বাধীনতা-সার্বভৌমত্বে আস্থাশীল প্রতিটি দল, মানুষ ও ব্যক্তিকে অতীতের চেয়েও আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি নেতাকর্মীদের যেকোনো বিভ্রান্তি ছড়ানো থেকে দূরে থাকতে এবং সচেতন থাকার নির্দেশ দেন। একই সাথে তিনি প্রশাসন ও তদন্তকারীদের উদ্দেশ্যে বলেন, অপরাধীদের খুঁজে বের করতে তারা সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করছেন।

বক্তৃতার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোর দিয়ে বলেন, "অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যে কোনো মূল্যে দেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরে পেতে হবে।"