• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু,


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরতে গিয়ে মোস্তফা সরদার (৪৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন নোটাবেঁকী এলাকার ইলিশিমারি খালে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তার মরদেহ লোকালয়ে নিয়ে আসেন সহকর্মীরা।

নিহত মোস্তফা সরদার খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা ইউনিয়নের বাসিন্দা এবং নওশের সরদারের ছেলে।

মোস্তফার সঙ্গে মাছ ধরতে যাওয়া জেলে ইউসুফ আলী জানান, তারা কয়েকদিন আগে একসঙ্গে সুন্দরবনে প্রবেশ করেন। শুক্রবার বিকেলে তারা যখন ইলিশিমারি খালে মাছ ধরছিলেন, তখন বন বিভাগের ‘স্মার্ট পেট্রোল টিম’ হঠাৎ উপস্থিত হয়ে তাদের ধাওয়া করে। এতে ভয়ে জেলেরা বন আরও গভীরে ঢুকে পড়েন। ওই সময় স্মার্ট টিম সদস্যরা তাদের একটি মাছ ধরার নৌকা জব্দ করে নিয়ে যায়।

ধাওয়ার পর কিছু সময়ের মধ্যেই মোস্তফা সরদার অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে একটি জায়গায় বসিয়ে রেখে কাছাকাছি থাকা অন্য জেলেদের নৌকা খুঁজতে যান। পরে নৌকা নিয়ে ফিরে এসে মোস্তফাকে মৃত অবস্থায় পান তারা। সেখান থেকে সারারাত নৌকা চালিয়ে শনিবার সকালে মরদেহ নিয়ে ফেরেন।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যুর খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে নির্দিষ্ট স্থানের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

উল্লেখ্য, মাছের প্রজনন মৌসুমে সুন্দরবনে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও কিছু জেলে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে গভীর বনে প্রবেশ করে থাকেন।