শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
নিজস্ব প্রতিবেদন: শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা। ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হয়েছেন নানা বয়সী ভক্তরা। মহাঅষ্টমীর সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে ভক্তিভরে পূজা করছেন সকলে।
অষ্টমী তিথির এই পূজায় দেবীর নয়টি শক্তিকে উৎসর্গ করে নয়টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে ভক্তরা দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করেন।
কুমারী পূজা ও সন্ধিপূজা
দেশের অন্যান্য স্থানের মতো রামকৃষ্ণ মিশনগুলোতে দেবীর মাতৃ রূপ পূজিত হবে কুমারী রূপে। কুমারী মেয়েকে নতুন কাপড়ে ফুলের মালা, চন্দন ও নানা অলংকার–প্রসাধন উপাচারে সাজিয়ে মাতৃরূপে পূজা করা হবে।
অষ্টমী তিথির সমাপ্তি ঘটবে সন্ধ্যায় সন্ধি পূজার মধ্য দিয়ে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এই সন্ধিপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
যশোরে পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা
এ বছর সারা দেশের ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে চলছে দুর্গা পূজার আয়োজন। এই উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
যশোরে এ বছর ৬৩২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। যশোর সদর, অভয়নগর, কেশবপুর, মণিরামপুর, বাঘেরপাড়া, ঝিকরগাছা, চৌগাছা এবং শার্শা উপজেলায় এই মণ্ডপগুলো রয়েছে। পূজার সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্য, বিজিবি ও বিপুল সংখ্যক আনসার সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।
এ বছর দেবী দুর্গা এসেছেন হাতির পিঠে চড়ে আর যাবেন মানুষের পীঠে চড়ে।
আপনার মতামত লিখুন :