• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অস্ত্র মামলায় যশোরে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড


FavIcon
MD Mehedi Hasan
নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অস্ত্র আইনে দায়ের করা এক মামলায় যশোর শহরের পুরাতন কসবা কাজিপাড়ার যুবক প্রান্তকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত প্রান্ত কাজিপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর বিকেলে ঝিকরগাছা সম্মিলনী কলেজের সামনে থেকে প্রান্তকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ। তার দেহ তল্লাশির সময় একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঝিকরগাছা থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম আদালতে প্রান্তকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।


দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বিচারক রায়ে বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র বহন ও গুলি রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এজন্য অস্ত্র রাখার অপরাধে তাকে ১০ বছর ও গুলি রাখার অপরাধে আরও ৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। দুটি দণ্ড একত্রে কার্যকর হবে না—বরং পরপর কার্যকর হবে।

সENTENCED যুবক প্রান্ত বর্তমানে কারাগারে আটক রয়েছেন।