• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন বসুন্দিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন (২৫)।

যশোর ডিবির এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) বাবলা দাস, এএসআই (নিঃ) মোহাম্মদ আলী ও এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) মো. কামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।