• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির পদ থেকে মফিজ দপ্তরীকে বহিষ্কার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সমাজকল্যাণ সম্পাদক পদ থেকে মো. মফিজুর রহমান দপ্তরীকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সমিতির পক্ষ থেকে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলী হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, শনিবার (২৭ সেপ্টেম্বর) নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার, সিমেন্ট ও খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির জরুরী সভার আহবান করা হয়। উক্ত সভায় কার্যনির্বাহী কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক সমিতির সমাজকল্যাণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী অসৎ উপায় অবলম্বন করায় সমিতির সুনাম নষ্ট হয়েছে। যে কারণে তাকে সমাজকল্যাণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হলো। 

এর আগে চাঁদাবাজি মামলায় অভিযুক্ত মো. মফিজুর রহমান দপ্তরীকে নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।