• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাইপ্রাসে নির্মান কাজের সময় বেনাপোলের হাফিজুর নিহত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি : সাইপ্রাসে নির্মান কাজের সময় ছাদ থেকে পড়ে হাফিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশির  মৃত্যু হয়েছে। 

তিনি যশোর জেলাধীন বেনাপোল সীমান্তের  পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে। ৬  দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল রাতে তিনি মারা যান। মাত্র ১৩  দিন আগে গত ০৯ সেপ্টেম্বর ভাগ্য পরিবর্তনের আশায় সংসার, পরিজন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ সাইপ্রাসে। এদিকে তার অকাল মৃত্যুতে একদিকে স্বজন হারানো বেদনা অন্যদিকে রেখে যাওয়া দেনা পরিশোধের চিন্তায় অসহায় হয়ে পড়েছে পরিবার। 

জানা যায়,বেনাপোল স্থলবন্দর এলকা থেকে ৫ কিলোমিটার দুরে ভারত সীমান্তবর্তী গ্রাম পুটখালি। এক সময় ভারতীয় গরুর ব্যবসা ছিল এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। ততে সীমান্তে কড়াকড়ির কারনে প্রায় ৫ বছর ধরে বন্ধ গরু আসা।  সংসার চালাতে তাই এখানকার অনেক পাড়ি জমাচ্ছেন বিদেশ। 

হাফিজুরের স্বজনেরা জানান, হাফিজুর তার এক বন্ধুর সাথে যোগাযোগ করে গত ০৯ সেপ্টম্বর যায় সাইপ্রাসে। বিদেশ যেতে তার খরচ হয়েছে ১২ লাখের মত। এর মধ্যে ৭ লাখ তিনি মানুষের কাছ থেকে ঋন নিয়েছেন।  বিদেশে পৌছে ১৭ সেপ্টম্বর একটি ঠিকাদার প্রতিষ্ঠানে শ্রমিক হিসাবে কাজে যোগ দেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস প্রথম দিনেই তিনি কাজ করার সময় অসাবধানতা বসত  ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থান সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তী করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে তিনি মারা যান। 

বেনাপোলের পুটখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তানজিলা খাতুন জানান,মৃত্যুর ঘটনায় পরিবার ঋনগ্রস্থ হয়ে পড়লো। সংসারের অভাব কাটাতে বিদেশ যান তিনি। তাকে হারিয়ে নিস্ব পরিবার।মরদেহ যাতে দ্রুত ফেরত আসে সরকারের সহযোগীতা কামনা করছি।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, নিহতের পরিবার সরকারী আর্থিক সহয়তা করা হবে। এ জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করতে হবে। দ্রুত যাতে তার মরদেহ দেশে ফেরত আসে সে বিষয়েও সহযোগীতা করবে উপজেলা  প্রশাসন।