
স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন। ২০২৪ সালের ২৮ আগস্ট প্রথম ব্রেন স্ট্রোকের পর থেকে তিনি বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ বুধবার সকাল ১১টায় সুলতানপুর মধ্য-গাজীপাড়া ঈদগাহ ময়দানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, আবুল কাশেম, মোঃ আব্দুল হাদী, সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, ১২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, এডভোকেট মোঃ শরিফুল ইসলাম শরীফ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার ফাইসল হাবিব, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সবুজ কুমার বিশ্বাস, কর্মকর্তা মোঃ কবীর হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :