• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পূর্ব শত্রুতার জেরে নৈশ প্রহরীসহ স্ত্রী-বোনের ওপর হামলা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার: যশোরে পূর্ব শত্রুতার জেরে এক স্কুলের নৈশ প্রহরী, তার স্ত্রী ও ছোট বোনের ওপর হামলা চালিয়েছে স্থানীয় একদল যুবক। রোববার (২১ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার মুড়লি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহত নৈশ প্রহরীর নাম তুহিন মোড়ল। তিনি মুড়লি স্কুল পাড়ার বাসিন্দা এবং দানবীর হাজী মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নৈশ প্রহরী। তার পিতা মৃত মাজেদ মোড়ল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতের ডিউটিতে থাকা অবস্থায় মুড়লির জিহাদ, জোড়ামন্দির এলাকার আসিফ, স্কুল পাড়ার আরজু ও আব্দুল্লাহ এবং বকচর এল মার্কেট এলাকার আজিজ তুহিনকে ডেকে নেয় মুড়লি মোড়ে। সেখানে কাঠের বাটাম দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়।

খবর পেয়ে তুহিনের স্ত্রী সুমি ও ছোট বোন শাম্মী ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও মারধরের শিকার হতে হয়। হামলাকারীরা একপর্যায়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তুহিনকে ভর্তি করেন, এবং শাম্মী ও সুমিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।