• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভাতার দাবিতে সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, সন্ধ্যা সোয়া ৫টার দিকেও শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী হ্যান্ড মাইক হাতে স্লোগান দিয়ে অর্থ মন্ত্রণালয়ের ফটক ও করিডোর দখল করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকার আল্টিমেটাম আন্দোলনরত কর্মচারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দাবির বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি না হওয়া পর্যন্ত সচিব বা উপদেষ্টা কাউকেই দপ্তর থেকে বের হতে দেওয়া হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমরা জানতে পেরেছি সচিব সাহেব বের হওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু আমাদের দাবি আজই না মানলে কোনোভাবেই তাকে বের হতে দেওয়া হবে না। এমনকি পুলিশ প্রটেকশন (সুরক্ষা) নিয়েও তারা বের হতে পারবেন না।’’
পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীরা জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দেওয়া হলেও সরকার তা কার্যকর করেনি।

বিক্ষোভকারীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে নতুন পে-কমিশন নিয়ে উপদেষ্টার সাম্প্রতিক অবস্থান। আন্দোলনকারীরা অভিযোগ করেন, নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই আজকের এই কঠোর অবরোধ কর্মসূচি।

সরেজমিনে দেখা যায়, কর্মচারীরা একে একে সব দপ্তরের কর্মীদের জড়ো করছেন এবং দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আলোচনার চেষ্টা করা হলেও কর্মচারীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন।