• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় একদিনে চার ভ্রাম্যমাণ আদালত, মাদকসেবীসহ চারজনের জেল জরিমানা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় দুই মাদকসেবিকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুজনের কাছ থেকে ১.১৮০টাকা জরিমানা আদায় করা হয়। একইদিন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমতি ছাড়া ধানী জমি কেটে পুকুর করার অভিযোগে একজনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া বাজার এবং পাশাপোল ইউনিয়নের বেড়গোবিন্দপুর ও মালিগাতি মৌজায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে মাদকসহ শার্শার উলাশী পূর্ব পাড়ার শাওন হোসেন (৩৪) এবং চৌগাছার পুড়াপাড়া গ্রামের আমজেদ আলীকে (৪৬) আটক করেন। পরে সেখানে এসিল্যান্ডের নেতৃত্বে আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন ২০১৮ এর ৩৩/৫ ধারায় শাওনকে ২০দিনের জেল ও ৫০০টাকা জরিমানা এবং আমজেদ আলীকে ২০দিনের জেল ও ৬৮০টাকা জরিমানা করা হয়। 

একইদিন বিকেলে উপজেলার মালিগাতি ও বড়গোবিন্দপুর মৌজায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিনা অনুমতিতে ধানী জমি কেটে পুকুর তৈরি ও মাটি অন্যত্র বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় বেড়গোবিন্দপুর গ্রামের আবুল হোসেনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং হাউলি গ্রামের আলী কদর বিশ্বাসকে ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।