
স্বপ্নভূমি ডেস্ক : যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি মুরাদনগর বাজারের পাশে মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে ৪২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণবারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি জাহিদ মন্ডল (৩৬), রাজবাড়ী জেলার পদমদী উপজেলার দোপপাড়া গ্রামের হান্নান মন্ডলের ছেলে।
বুধবার (৩০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে জাহিদ মন্ডলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণবার উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাচালান চক্র থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করতে যাচ্ছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণবারের বাজারমূল্য প্রায় ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :