• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে ভবদহের প্রভাবে ১৮ হাজার বিঘা জমি অনাবাদি


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728



কামরুজ্জামান রাজু, কেশবপুর,
যশোরের দুঃখখ্যাত ভবদহের প্রভাবে কেশবপুরে জলাবদ্ধতায় প্রায় ১৮ হাজার বিঘা জমিতে আমন আবাদ করতে ব্যর্থ হয়েছেন কৃষকেরা। ফলে কৃষকেরা প্রায় ১২ হাজার মেট্রিকটন ধান উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন। যে কারণে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অতিরিক্ত বৃষ্টি ও নদ-নদীর পানি ঢুকে কৃষি জমি জলাবদ্ধ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এ উপজেলায় ৭১ হাজার ৬২৫ বিঘা জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৬ হাজার ৫৫০ মেট্রিকটন। যার বর্তমান বাজার মূল্য ১৩১ কোটি ৫৮ লাখ টাকা। কিন্তু চলতি আমন মৌসুম শুরুর আগেই আগাম মৌসুমী বায়ুর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। অপরিকল্পিত মাছের ঘের, নদীর নাব্যতা না থাকাসহ মানবসৃষ্ট জলাবদ্ধতায় উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে জমি জলাবদ্ধ হয়ে পড়ায় কৃষকেরা নিন্মাঞ্চলের বিলগুলোতে আমন আবাদ করতে ব্যর্থ হন। লক্ষ্যমাত্রা অর্জিত না হয়ে ৫৩ হাজার ৭০০ বিঘা জমিতে ধান আবাদ হয়। জলাবদ্ধতায় কৃষকেরা ১৭ হাজার ৯২৫ বিঘা জমিতে আমন আবাদ করতে ব্যর্থ হন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৩ কোটি ২ লাখ টাকা।



উপজেলার মজিদপুর গ্রামের কৃষক মোতাহার হোসেন বলেন, বুড়িভদ্রা নদীর পাশে তার প্রায় দেড় বিঘা জমি জলাবদ্ধ থাকায় এবার আমন আবাদ করতে পারেননি। অপরিকল্পিত মাছের ঘের ও নদ-নদী পলিতে ভরাট হয়ে পানি সরতে না পারায় তার মতো অনেক কৃষক আমন আবাদ থেকে বঞ্চিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেশবপুর পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়ার কৃষক আজিজুর রহমান বলেন, তাদের বিলে এখনো হাটুসমান পানি। জলাবদ্ধতার কারণে তিনি ৭ বিঘা জমিতে আমন আবাদ করতে পারেননি। একই এলাকার কৃষক শহিদুল ইসলাম বলেন, নোনামাঠেল বিলে জলাবদ্ধতার কারণে কৃষকেরা এবার আমন আবদ করতে ব্যর্থ হয়েছেন।

মজিদপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল আলম বলেন, মজিদপুর, বাগদহ, দেউলী, হিজলতলাসহ অধিকাংশ এলাকার নিন্মাঞ্চলের বিলগুলো জলাবদ্ধ হয়ে পড়ে। যে কারণে এসব বিলে কৃষকরা আমন ধানের আবাদ করতে পারেননি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ভবদহের প্রভাবে জলাবদ্ধতায় নিন্মাঞ্চলের বিলগুলোতে আমন আবাদ না হওয়ায় এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। যে কারণে কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ হাজার ৯৫০ মেট্রিকটন ধান উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন। তবে অপেক্ষাকৃত উঁচু জমিতে আমনের আবাদ ভালো হয়েছে।