• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় অর্ধশত নারীর মাঝে 'দেশ ফাউন্ডেশন'র ছাতা বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় সমাজসেবা মূলক প্রতিষ্ঠান 'দেশ ফাউন্ডেশন'র উদ্যোগে অর্ধশতাধিক নারীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাড়াভিটায় অবস্থিত দেশ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ ছাতা বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর নাজিম উদ্দিন আল- আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. ফজলুল হক, সহকারি নির্বাহী পরিচালক আফরোজা পারভিন, স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন ও শাখা ব্যবস্থাপক মো. রাজিব হাসান। 

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রখর রোদ ও বৃষ্টির দিনে নারীদের চলাফেরায় যেন ভোগান্তি না হয়, সেজন্য তাদের হাতে ছাতা তুলে দেওয়া হয়েছে। এ উদ্যোগের ফলে স্থানীয় নারীরা নিজেদের প্রতি যত্নশীল দৃষ্টি ও সহযোগিতা পাওয়ায় আনন্দিত। ছাতা পেয়ে মহিলারা দেশ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ফাউন্ডার) ফজলুল হক বলেন, "মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে চাই। এ ধরনের ছোট উদ্যোগগুলো প্রবীণদের জীবনে স্বস্তি আনবে বলে আমাদের বিশ্বাস।"

উল্লেখ্য স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও মানবিক সেবায় কাজ করছে দেশ ফাউন্ডেশন।