• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

টাইফুন 'মাতমো'র আঘাতে লণ্ডভণ্ড চীনের উপকূল, ছুটির আমেজে বাগড়া


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আর্ন্তজাতিক ডেস্ক: জাতীয় দিবসের ছুটির মধ্যেই গুয়াংডং প্রদেশে আঘাত হানল ঘূর্ণিঝড়; বিঘ্নিত ফেরি, ট্রেন ও ফ্লাইট পরিষেবা বেইজিং, চীন: চীনের অন্যতম দীর্ঘ ছুটির মৌসুমের মধ্যেই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন মাতমো। এর প্রভাবে প্রদেশটিতে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। এই অপ্রত্যাশিত ঘূর্ণিঝড় লাখো মানুষের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে।

রবিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে টাইফুনটি গুয়াংডং প্রদেশের সুয়েনে আছড়ে পড়ে। উপকূলে আঘাত হানার আগে এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫১ কিলোমিটার পর্যন্ত।

ব্যাহত ফেরি ও ট্রেন পরিষেবা
গত বুধবার থেকে চীনে জাতীয় দিবস উপলক্ষে আট দিনের সরকারি ছুটি চলছে। দীর্ঘ ছুটি পাওয়ায় কোটি কোটি মানুষ এই সময়ে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণে বের হয়। ঠিক তখনই এই টাইফুন এসে বিপত্তি ঘটাল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশে ফেরি পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও সতর্কতা হিসেবে কিছু অঞ্চলে ট্রেন ও বাস পরিষেবা বন্ধ করা হয়েছে এবং বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন তৈরি হয়েছে।