• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ছয় মাস নিখোঁজ বাঘারপাড়ার বাক-প্রতিবন্ধী নিপা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় নিপা দেবনাথ (১৮) নামে এক বাক-প্রতিবন্ধী নিখোঁজ হয়েছেন। ছয় মাস পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় স্বজনরা। 

নিখোঁজ নিপা দেবনাথ রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের নির্মল দেবনাথের মেয়ে। 
পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের  ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন বাক-প্রতিবন্ধী নিপা। পরে আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি। নিখোঁজের বিষয়টি মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে সন্ধান চাওয়া হয়। 

নিখোঁজ নিপার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি, তার মুখমণ্ডল গোলাকার। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে ছিল কমলা রংয়ের জামা ও আকাশি রংয়ের ওড়না। যদি কেউ সন্ধান পান তাহলে ০১৭৪৫-৫৭০৯৬৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন নিপার স্বজনরা।