• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চাকুসহ যুবক গ্রেফতার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : যশোরে চাকু নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে আব্দুর রব (২৭) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। রব বাগেরহাট সদর উপজেলার হারেরঘোপ শিবপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকার মিন্টুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।


কোতয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত রোববার রাত পৌনে ৮টার সময় পুলিশ সুপারের বাংলোর পাশে একটি দোকানের সামনে রব চাকু নিয়ে অন্যদের ভয় দেখাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং তার কাছ থেকে একটি চাকু জব্দ করে। ঘটনার সঙ্গে জড়িত দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।