
স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের ফরিদপুর গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে। পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শারীরিকভাবে অসুস্থ অথবা কোনো কারণে অচেতন হয়ে পড়েছিলেন।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থার উন্নতির অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :