• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বাসচাপায় আহত স্কুলছাত্রীর মৃত্যু, বিদ্যালয়ে শোক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : যশোর-মাগুরা সড়কের কোদালিয়া বাজারে বাসচাপায় গুরুতর আহত স্কুলছাত্রী ফারিয়া সুলতানা (১৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ফারিয়া যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে এবং খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার জানান, “ফারিয়ার বাবা আমাদের মৃত্যুর খবর জানিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েছে। আজ স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে এবং জানাজার প্রস্তুতি চলছে।”

গত ২৩ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে কোদালিয়া বাজারে দুর্ঘটনার শিকার হয় ফারিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, সে যাত্রীবাহী একটি বাসে ওঠার চেষ্টা করছিল। এ সময় বাসটি থেমে থাকলেও হঠাৎ চালক গাড়ি চালিয়ে দিলে পেছনের চাকা তার কোমরের ওপর দিয়ে উঠে যায়।

প্রথমে স্থানীয়রা ফারিয়াকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে সে না ফেরার দেশে চলে গেল।

এ ঘটনায় ফারিয়ার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দায়ী চালকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।