• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে বাবার ভ্যান চালাতে গিয়ে ছেলের মৃত্যু


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে বাবার ভ্যান চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আরমান হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের ঋষিপাড়ার মোড় এলাকায় ভ্যান ও ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরমান হোসেন সারুটিয়া গ্রামের ভ্যানচালক জিয়াউর গাজীর ছেলে। এ দুর্ঘটনায় আরমানের ভ্যানে থাকা রাজু হোসেন (১২) নামে আরেক কিশোর আহত হয়েছে। বাবার ভ্যান চালাতে গিয়ে ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুর রহমান।

এলাকাবাসী জানায়, শুক্রবার বাড়ি থেকে আরমান হোসেন বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উপজেলার বুড়ুলী এলাকায় তার চাচার বাড়িতে যাচ্ছিল। এ সময় তার ভ্যানে কলাগাছি গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাজু হোসেন ছিল। ভ্যান চালিয়ে উপজেলার কলাগাছি-ভেরচি সড়কের সারুটিয়া ঋষি পাড়ার মোড় এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে আরমান হোসেন মারা যায় ও রাজু হোসেন আহত হয়। আহত রাজু হোসেনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।