কেশবপুরে হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১
কেশবপুর প্রতিনিধি :
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে যশোরের কেশবপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের পাবলিক ময়দানে ছাত্র-জনতার উদ্যোগে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক আলাউদ্দিন আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, জামায়াত নেতা অ্যাডভোকেট অজিয়ার রহমান, তাজামুল ইসলাম দীপু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, যুগ্ম সমন্বয়কারী জাহিদ হাসান, সদস্য আনোয়ার হোসেন, ইমরান হোসেন, ছাত্র প্রতিনিধি মিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আপনার মতামত লিখুন :