
স্টাফ রিপোর্টার : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ শুরু করেছে।
বর্তমানে ৪২ জন আহত রোগী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চীনা চিকিৎসক দলটি শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে ইনস্টিটিউটে পৌঁছে রোগীদের পর্যবেক্ষণ শুরু করে। তারা সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নিচ্ছেন। পরিস্থিতি মূল্যায়ন শেষে চীনা প্রতিনিধি দল গণমাধ্যমের সঙ্গে ব্রিফিং করতে পারে বলেও জানা গেছে।
হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিমান বাহিনী যৌথভাবে টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।
বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে স্কিন গ্রাফট বা রক্তদানের প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছায় চীনা চিকিৎসক দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।
চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, চিকিৎসক দলটি হুবেই প্রদেশের ‘উহান থার্ড হসপিটাল’ থেকে আগত, যাঁরা আন্তর্জাতিক বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে চিকিৎসা সহায়তায় অভিজ্ঞতা অর্জন করেছেন।
আপনার মতামত লিখুন :