১৭ বছর পর কেশবপুরে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণকে বরণ করে নিল হাজারো জনতা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকা যশোরের কেশবপুরে আসলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। শনিবার বিকেল ৫টার দিকে তিনি কেশবপুরে এসে পৌঁছান। এ সময় শত শত মোটরসাইকেল ও যানবাহন যোগে তাকে স্বাগত জানান হাজার হাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার আগমন উপলক্ষে আগে থেকেই কেশবপুর শহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও ব্যানার-ফেস্টুন লাগানো হয়। শ্রাবণের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভেতর ব্যাপক সাড়া পড়েছে।
কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেশবপুরে প্রবেশ করলে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে শত শত সাধারণ জনতা হাত নেড়ে তাকে স্বাগত জানান। কেশবপুরে এসেই তিনি সর্বপ্রথম জনপ্রিয় বিএনপি নেতা ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আবু বকর আবুর কবর জিয়ারত করেন। পরে তিনি কেশবপুরে পথসভা ও বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। এদিন দুপুরে যশোরে পৌঁছে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ নেতাকর্মীদের নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বর্তমানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। তার বাড়ি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে। তিনি রাজনৈতিক কারণে দীর্ঘ ১৭ বছর ঢাকাতে অবস্থান করছিলেন। দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে শ্রাবণ সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। যে কারণে বহুবার তাকে হামলা-মামলার শিকারও হতে হয়েছে। ২০২২ সালের ১৭ এপ্রিল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি করা হয়। পরে ২০২৩ সালের ১১ অক্টোবর শ্রাবণকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। দলকে সুসংগঠিত করতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কাজ করে চলেছেন। ইতিমধ্যেই কেশবপুরে তাকে নিয়ে সর্বমহলে আলোচনা চলছে। তিনি বিএনপি থেকে যশোর-৬ (কেশবপুর) আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :