• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সিমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -২


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ এক ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামী হলেন,ভারতের চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদ পাড়া বাজারের পরিমল সিকদারের ছেলে প্রকাশ সিকদার (৩৫),যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের এবাদুল হকের ছেলে মোহাম্মদ আব্দুল শহীদ (৪২)।

বুধবার ( ০৮ অক্টোবর) দিনব্যাপী বিজিবি এর টহলদল পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, WINCEREX COUGH SYRUP, গোলমরিচ, কালোজিরা, ঔষধ এবং শাড়ী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৬,৬০,২০০/-(ছয় লক্ষ ষাট হাজার দুইশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীসহ মাদকদ্রব্য শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।