খুলনায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক : খুলনার বৈকালি এলাকায় ট্রেনে কাটা পড়ে শাকিল (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন বৈকালি এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন বৈকালি এলাকায় পৌঁছালে শাকিল রেলক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সহপাঠীরা তাকে উদ্ধার করার চেষ্টা চালান। পরে রেলওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত শাকিল খুলনার বৈকালি এলাকায় মেসে থেকে পড়াশোনা করতেন।
এ বিষয়ে খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাদ রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :