• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে বিপুল পরিমান দেশি অস্ত্র-ককটেলসহ আ. লীগ নেতা আটক


FavIcon
বুলবুল হোসেন
নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :যশোরের অভয়নগরে বিপুল পরিমান দেশি অস্ত্র ও ককটেলসহ জহিরুল ইসলাম (৫৩) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জহিরুল ইসলাম বনগ্রাম এলাকার হাজী নুরুল ইসলামের ছেলে। তিনি প্রেমবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ধলিরগাতি দাখিল
মাদরাসার শিক্ষক। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলা প্রেমবাগ ইউনিয়নের বনগ্রান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জহিরুল ইসলামের বসতঘরের পাশে বিচালী স্তুপের ভেতর থেকে ৬টি রামদা, ৫টি চাকু, ১০টি কাঠের লাঠি ও ২০টি ছোট-বড় ককটেল উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন অভয়নগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আকিব।

এদিন সকাল ৮ টার দিকে আটক ব্যক্তিসহ উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকালে অভয়নগর সেনা ক্যাম্পের পক্ষ থেকে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে বিপুল পরিমান দেশি অস্ত্র ও ককটেলসহ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।’