চৌগাছায় ভারত সীমান্তবর্তী বাওড় থেকে মানুষের কঙ্কাল উদ্ধার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছার ভারত সীমান্তবর্তী কুলিয়া বাওড় থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১অক্টোবর রাত ১২টার দিকে চৌগাছা থানা পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার কিছু আগে উপজেলার কুলিয়া গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে আলাউদ্দিন বাংলাদেশ ও ভারতের মাঝখানে অবস্থিত কুলিয়া বাওড়ে কচুরিপানার মধ্যে একটি মানুষের কঙ্কাল ভাসতে দেখে। এ খবর জানাজানি হলে এলাকাবাসী চৌগাছা থানায় খবর দিলে পুলিশ বৃহস্পতিবার কঙ্কালটি উদ্ধার করে।
কুলিয়া গ্রামের সোহাগ হোসেন দাবি করেন উদ্ধারকৃত কঙ্কালটি তার পিতা আব্দুর রাজ্জাকের (৪৫)। তিনি বলেন আজ থেকে ৯/১০ বছর পূর্বে তার পিতা আব্দুর রাজ্জাক কৃষি কাজের জন্য বাঁওড় এলাকায় যান।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। বিএসএফ’র হামলা থেকে বাঁচতে তার বাবা আব্দুর রাজ্জাক বাঁওড়ে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন। তিনি আরো বলেন সে সময় গ্রামের লোকজন নিয়ে বাঁওড়ে অনেক খোঁজাখুঁজি করেছিলেন কিন্তু তখন লাশ পাননি। কুলিয়া গ্রামের অনেকেই কঙ্কালটি আব্দুর রাজ্জাকের বলে সন্দেহ করছেন । তবে পরিবারটি এ বিষয়ে তখন বা কোন সময়ই থানায় কোন মিসিং ডায়েরি করেনি বলেও তিনি জানান।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করা হবে। পরবর্তীতে কঙ্কালের দাবীদারদের ডিএনএর সাথে মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :