• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভারতের দাদাগিরি মানবে না ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল থেকে হুশিয়ারি


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৯
ছবির ক্যাপশন: ad728

মাসুদুর রহমান শেখ, শার্শা:
জুলাই আন্দোলনের সম্মুুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ এবং ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও লং মার্চ টু বর্ডার কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে শেষ হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শার্শা উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল মান্নান, আহ্বায়ক আসাদুল্লাহ খালেদ গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান, মুখ্য সংগঠক নাইমুর রহমান, সদস্য নাইম সিদ্দিকসহ বেনাপোল পোর্ট থানা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে হাদী হত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় চেকপোস্ট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।