• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঢাকায় আত্মগোপনে থাকা যুবদল নেতা এস্কান্দার আলী জনি যশোর ডিবির অভিযানে আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কান্দার আলী জনি (৪২) কে ঢাকার খিলক্ষেত থানার দক্ষিণ নামাপাড়া এলাকার একটি বাড়ি থেকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটে তালের টেক এলাকার ইয়াসিন সাহেবের বাসায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করা অবস্থায় তাকে আটক করা হয়। আটককৃত জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।

যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে জনির বিরুদ্ধে। এছাড়া সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ওসি আরও জানান, জনি এক সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পাচারের ‘গুজব’ ছড়ানোর অভিযোগে সমালোচিত হন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে আটক করা হয়েছে।

আটকের সময় অভিযানে অংশ নেন ডিবির এসআই (নিঃ) অলক কুমার, এএসআই (নিঃ) মো. শামসুজ্জামানসহ গোয়েন্দা পুলিশের অন্যান্য সদস্যরা। বর্তমানে তাকে যশোর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।